ইরানের নতুন হামলায় ইসরায়েলে ধ্বংসস্তূপ



কেন্দ্রীয় ইসরায়েলের পেটাহ টিকবা নামক একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা 

ইরানের চালানো সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ওই ভবনটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। 

জরুরি উদ্ধারকর্মীদের বরাত দিয়ে ওয়াইনেট জানিয়েছে, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে ইসরায়েল সেনাবাহিনী এক্স পোস্টে বোমা নিরোধক আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া ব্যক্তিদের বের হওয়ার নির্দেশ দিয়েছে। 

এতে আরও বলা হয়েছে, ইরানের হামলায় যেখানে ভবন ধসের খবর পাওয়া গেছে সেখানে উদ্ধারকর্মীরা কাজ করছে। 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে হত্যার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৫ জুন) ফক্স নিউজকে তিনি বলেন, ‘কখনো আলাপই হয়নি, এমন অনেক বিষয় নিয়েও খবর প্রকাশ করা হয়েছে। আমি সে বিষয়ে কিছু বলতে চাই না।’ খবর রয়টার্স 

ফক্সের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যা করার দরকার, তা করি।’

তিনি আরও বলেন, ইরানে ইসরায়েলের সামরিক হামলার একটি ফল হতে পারে সরকার পরিবর্তন। তেহরানের সৃষ্ট ‘অস্তিত্বের হুমকি’ দূর করতে ইসরায়েল যা যা প্রয়োজন, তা-ই করবে বলেও জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্স দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে ইসরায়েলি হত্যার পরিকল্পনা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এমন এক সময় এ খবর প্রকাশিত হলো যখন ইরানে চালানো হামলার প্রথম দিনই দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ছাড়া ইসরায়েলি হামলায় খামেনির একজন উপদেষ্টাও নিহত হন।

মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে? না। যতক্ষণ না তারা তা করছে, ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে লাগার বিষয়ে, এমনকি আলাপও করছি না।’

এদিকে চলমান এই সংঘাত ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এটি সহজেই শেষ করা যেতে পারে। একই সঙ্গে ইরানকে সতর্ক করে তিনি বলেছেন, যদি ইরান কোনো আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত করে, তবে যুক্তরাষ্ট্রও এ সংঘাতে জড়িয়ে পড়তে পারে।




ইরানের নতুন হামলায় ইসরায়েলে ধ্বংসস্তূপ ইরানের নতুন হামলায় ইসরায়েলে ধ্বংসস্তূপ Reviewed by janey.ict.com on June 15, 2025 Rating: 5

Post Comments

No comments:

Powered by Blogger.